নিজস্ব সংবাদদাতা:
এসিড দিয়ে এক নারীকে ঝলসে দেওয়ার অপরাধে নারায়ণগঞ্জের ৪ জনকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সাক্ষিদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায়ের ঘোষণা দেন। এ সময় নারায়ণগঞ্জ জেলার মন্টু মিয়ার স্ত্রী আসামী মনোয়ারা বেগম ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন না। অন্য আসামীরা হলেন-জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মধু মিয়ার স্ত্রী সুন্দরী বেগম, ফতুল্লা থানার বেবীর বাড়ীর ভাড়াটিয়া এরশাদ ও তার স্ত্রী সেফালী বেগম ওরফে সাফিয়া বেগম। মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সালের ৯ জানুয়ারী দিবাগত রাত ১টার সময় ইসদাইর বাজারের পাশের বেবী বেগমের বাড়ির ভাড়াটিয়া রোনজনা বেগমের ঘরের বেড়া কেটে প্রবেশ করা হয়। ঘুমন্ত অবস্থায় এসিড ছুড়ে মারলে রোনজনা বেগমের বাম চোখ, বাম গাল, কপালে ও বাম হাত ঝলসে যায়। যার ফলে বাম চোখ নষ্ট হয়ে যায়। সে সময় আসামিরা পালিয়ে যাওয়ার সময় বাদীনির স্বামী মো. আ. বারেক আসামিদের দেখে চিনে ফেলে। এ ঘটনায় ওই বছরের ২১ জানুয়ারী এসিড অপরাধ দমন আইনের একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২১(১)০৫। রায়ের বিষয়টি নিশ্চিত করে বেঞ্চ সহকারী জাহাঙ্গীর হোসেন বলেন, সাক্ষিদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরূদ্ধে আনীত অভিযোগ গুলো সত্য বলে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায়ের ঘোষণা দিয়েছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।