Logo
HEL [tta_listen_btn]

নড়াইলের নড়াগাতীতে পুলিশিং ডে ২০২০ পালিত

নড়াইলের নড়াগাতীতে পুলিশিং ডে ২০২০ পালিত

মোঃ জিহাদুল ইসলাম. কালিয়া (নড়াইল) সংবাদদাতা :

’মুজিববর্ষের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে নড়াগাতী থানা পুলিশিংয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে এ উপলক্ষ্যে থানা চত্বরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় এবং র‌্যালী শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৯ নং বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ ফোরকান মোল্যা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোঃ ওমর আলী ও আইয়ুব আলী। কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরাধ দমনে সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহবান জানিয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করা গেলে পুলিশের কাজে তাদের সহযোগিতা যেমন পাওয়া যাবে, তেমনি সমাজে অপরাধ প্রবণতাও কমে আসবে। কমিউনিটি পুলিশ জোরদার হলে সবাইকে নিরাপত্তা দেওয়া যাবে। ছোট ছোট বিরোধ উৎসের সময়ই শেষ করে দিতে পারলে থানায় আর মামলা করতে হবে না। কমিউনিটি পুলিশিং হলো জনগণের কাছে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের জবাবদিহি করা। দেশের জনগণের সঙ্গে থানা-পুলিশের দূরত্ব কমলেই কমিউনিটি পুলিশিং সফল হবে। যোগানীয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, মোঃ মাহাবুবুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথীর বক্তব্যে বাঐসোনা ইউপি চেয়ারম্যান বলেন, অপসংস্কৃতি নিবৃত্ত করাই কমিউনিটি পুলিশিংয়ের কাজ। কমিউনিটি পুলিশ সক্রিয় হলে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক দ্রব্য, ইভটিজিং ও বাল্য বিয়ে থাকবে না। আসলে মূল্যবোধের অবক্ষয় ও সামাজিক অনুশাসন না থাকার পরিনাম কী ভয়াবহ হতে পারে তা আমরা উপলব্ধি করতে পারছি। পারিবারিক ও সামাজিক অনুশাসন ফিরিয়ে আনা, মূল্যবোধ নতুন করে প্রতিষ্ঠা করা-এসব কথা অনেক বলা হয়েছে। কিন্তু কোন কাজ হয়েছে বলে মনে হয় না। তবুও আমরা আশাবাদী এ অবস্থার উন্নতি হবে। পাশাপাশি আমরা পাড়ায় মহল্লায় নিজ নিজ উদ্যোগে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারি। নিজেদের মহল্লা অপরাধমুক্ত রাখতে আমরা আইন-শৃংখলা বাহিনীর সহায়তা নিতে পারি। আর এটা সম্ভব নিজেদের এলাকায় কমিউনিটি পুলিশিং আন্দোলন আরো জোরদার করা। পুলিশের পক্ষে সবকিছুর ওপর নজরদারি রাখা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠেনা। এ জায়গায় আমরা সহায়তাকারীর ভূমিকা নিতে পারি। মোদ্দাকথা, পাড়ায়-মহল্লায় অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, নড়াগাতী কলেজের প্রফেসর মোঃ কায়েছুজ্জামান, যুবনেতা মোঃ ইমরুল, সমাজসেবক টুকু মোল্যা, মকিত, জাহান আলী ও থানার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com