আড়াইহাজার সংবাদদাতা :
নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনারচর গ্রামের মোহাম্মদ মিজান মিয়ার ছেলে মোঃ আশরাফুল ইসলাম এর ওপর গত ৩১ শে অক্টোবর শনিবার রাত আনুমানিক ৯.০০ টায়,পূর্ব শত্রুতার জের ধরে ও মামলার বাদী হওয়ার কারণে আশরাফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়, বিষয়টি সঠিক জানতে আশরাফুল ইসলামের সাথে সাক্ষাত করলে, আশরাফুল ইসলাম বলেন, আমি আমার বাবার প্রতিদিনের কর্মব্যস্ততায় যে দোকান চালায় সেই দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, যাওয়ার পথে বর বিনাইরচর ব্রিজ থেকে নেমে মানেহর সড়কের পাশে পৌঁছালে হঠাৎ করে পাশে পড়ে থাকা পরিত্যক্ত বাউন্ডারির ভিতরে, মনির খান পিতা আয়নাল খান সং বড় বিনারচর আবু সিদ্দিক পিতা সুরুজ মিয়া সংবর্ধনার হাবিবুর রহমান পিতা সুরুজ মিয়া ও অজ্ঞাত আরো কয়েকজন জোরপূর্বক ভাবে পরিত্যক্ত ওয়াল করা বাউন্ডারির ভিতরে নিয়ে আমাকে বলে আদালত থেকে যদি আমি মামলার না ওঠায় তাহলে আমাকে জীবনের মেরে ফেলবে এই বলে প্রথমে মনির খান ছুরিকাঘাত করতে থাকে, পাল্টা ক্রমে মাথায় আঘাত করলে বাধা দিলে হাতে এবং তার বুকে শরীরে আদর লাগে একপর্যায়ে মাথায় বাড়ি দেওয়ার পর আমি মাটিতে লুটিয়ে পড়লে, এলোপাতাড়িভাবে অজ্ঞাত আরো কয়েকজন মিলে আমাকে মারপিট করে, এই মারপিট করার সময় আশেপাশে কেউ না থাকার কারণে চিৎকার করলে আড়াইহাজার স্থানীয় প্রশাসনের টহলরত ডিউটিতে থাকা পুলিশ কর্মকর্তারা আমাকে উদ্ধার করে স্থানীয় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা হয়েছে দাবি তার পরিবারের, বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশরাফুল ইসলাম চিকিৎসাধীন আছেন, ঘটনার সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার শিকার হয় আশরাফুল ইসলাম, তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে মামলা রয়েছে, আশরাফুল ইসলামকে এ মামলা উঠানোর জন্য বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে এবং মেরে ফেলার জন্য, তাদের বারবার হুমকি দেওয়ার কারণে নারায়ণগঞ্জ জেলা আদালতে ১০৭ ধারা একটি অভিযোগ দায়ের করা হয়েছে তবুও থেমে থাকেনি তাণ্ডব,বিবাদীদের পক্ষ থেকে এ হামলার শিকার হয় আশরাফুল ইসলাম, কিছুদিন আগে আশরাফুল ইসলামের বাবা-মা ও ভাইয়ের উপর হামলার শিকার হতে হয়েছে সেই হামলার একটি মামলা বর্তমানে নারায়ণগঞ্জ জেলা আদালতে চলছে, স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রত্যক্ষদর্শীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এমনটাই দাবি এলাকাবাসীর ও আশরাফুল ইসলামের পরিবারের, বর্তমানে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে আশরাফুল ইসলামের বাবা মিজান মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন, আশরাফুল ইসলামের পরবিবার নিরাপত্তাহীনতায় দিনকাটাচ্ছে বলে জানায় ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।