নিজস্ব সংবাদদাতা:
পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক, দৈনিক নয়াদিগন্তের রিপোর্টার কামাল উদ্দিন সুমন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২০১৫ সালে কার্যনির্বাহী সদস্য, ২০১৭ ও ২০১৮ সালে আপ্যায়ন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে সফলতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করার কারনে তাকে এ সম্মাননা দেয়া হয়। ডিআরইউ রজতজয়ন্তী উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাংবাদিক কামাল উদ্দিন সুমনের হাতে। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারন সম্পাদক রিয়াজ চৌধুরী, সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সাবেক সভাপতি শাহজাহান সরদার, বর্তমান কমিটির সহ সভাপতি নজরুল কবিরসহ ডিআরইউর গত ২৫ বছরের কার্যনিবার্হী কমিটির নেতারা। সাংবাদিক কামাল উদ্দিন সুমন দীর্ঘ দেড় যুগের বেশি পেশাদারিত্বর সাথে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করে আসছেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক কামাল উদ্দিন সুমন ঢাকা সাংবাদিক স্থায়ী সদস্য, ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতিসহ বিভিন্ন সামজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।