নিজস্ব সংবাদদাতা
যুবকদের অলসতার মাধ্যমে সময় না কাটিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। জাতীয় যুব দিবস উপলক্ষ্যে যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের প্রশিক্ষণ দিয়েছি, এখন আপনাদের ঘুরে দাঁড়াতে হবে। যদি না দাঁড়ান তাহলে আমরা যত উন্নয়ন করি না কেন এই জাতি কখনোই দাঁড়াতে পারবে না। যুব সমাজকে মানসিকভাবে শক্তি দিয়ে, প্রশিক্ষণসহ অন্য সব সাপোর্ট দিয়ে সরকার প্রস্তুত করছে, এখন আপনাকে প্রস্তুত হতে হবে। রোববার (১ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন একথা বলেন। তিনি বলেন, আপনারা উদ্যোক্তা হতে গিয়ে জমিজমা ও আইনি সমস্যায় সমস্যায় পরেন। এরকম সমস্যায় পরলে আমার সাথে যোগাযোগ করবেন। এইখানের প্রশিক্ষণপ্রাপ্তদের আরো বেশি অগ্রাধিকার দেয়া হবে। আপনাদের জন্যে আমার দরজা সবসময় খোলা। তিনি বলেন, চেষ্টা অব্যাহত রাখতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। আমরা দ্রুত কোনো পর্যায়ে যেতে চাই যার জন্যে মাঝপথে এসে হেরে যাই। আমাদের ধৈর্য ধারণ করতে হবে, চূড়ান্ত পর্যায়ে যেতে হলে সবগুলো ধাপ পার করতে হবে। অপেক্ষা করতে হবে তাহলে চূড়ান্ত সাফল্য আসবে। এসময় আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ পরিচালক এ কে এম শাহরিয়ার রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতার, নারায়ণগঞ্জ কলেজ শিক্ষক আরিফ মিহির প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।