ফতুল্লা সংবাদদাতা :
ফতুল্লায় এক কিশোরীকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে যৌন নিপীড়ন করায় রাজিব নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ফতুল্লার দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসলাম হোসেন গণমাধ্যমকে বলেন, ১৩ বছরের কিশোরীকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিশোরীর পিতার দায়ের করা মামলায় অভিযুক্ত রাজিব(২৫) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ১৩ বছরের এই কিশোরীর মা পেশায় একজন আয়া এবং বাবা রাজ মিস্ত্রির কাজ করে। শিশুটি স্থানীয় স্কুলে ৫ম শ্রেণিতে লেখাপড়া করে। করোনার কারনে স্কুল বন্ধ থাকায় শিশুটি বাসায় ছিল। অভিযুক্ত রাজিব শিশুটির প্রতিবেশী এবং শিশুটি রাজিবকে মামলা বলেই ডাকতো।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।