Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায়  আক্রান্ত ১৪

না’গঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায়  আক্রান্ত ১৪

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৭ হাজার ১৯২ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৪৬ জন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৫ জন, সদরে ১ জন, আড়াইহাজারে ১ জন, সোনারগাঁয়ে ৫ জন ও রূপগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৮ জন ও আক্রান্ত ২ হাজার ৬৩৩ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৫ জন ও আক্রান্ত ১ হাজার ৬১৩ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩২৮ ও মারা গেছেন ৫ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬২৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৬৫১ ও মারা গেছেন ২২ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪২ জন। জেলায় এই পর্যন্ত মোট ৫০ হাজার ৫৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭০ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৬ হাজার ৮৫৭ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৪৬১ জন, সদর উপজেলার ১ হাজার ৫৬০ জন, রূপগঞ্জের ১ হাজার ৩০৯ জন ও আড়াইহাজারের ৬১০ জন, বন্দরের ৩১২ ও সোনারগাঁয়ের ৬০৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com