Logo
HEL [tta_listen_btn]

ঠাকুরগাঁওয়ে ছাত্রকে ‘বলাৎকার চেষ্টা’, শিক্ষক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ছাত্রকে ‘বলাৎকার চেষ্টা’, শিক্ষক গ্রেপ্তার

মোঃ মোতাহার হোসেন ঠাকুরগাঁও সংবাদদাতা:

ঠাকুরগাঁও সদরে ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে একটি কওমি মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে ওই ছাত্রের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। গ্রেপ্তার হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম (২৫) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রাবিজপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দারুল কুরআন কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক। মামলার বরাতে ওসি তানভিরুল ইসলাম সাংবাদিক কে বলেন গত শুক্রবার দুপুর ১২টার দিকে সালন্দর ইউনিয়নের আরাজি সিংপাড়া গ্রামে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণের বায়তুন নুর জামে মসজিদের গোসলখানায় গোসল করছিল ৯ বছর বয়সী ওই ছাত্র। “এই সময় মাদ্রাসার প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ওই গোসলখানায় ঢুকে ছেলেটিকে বলাৎকারের চেষ্টা করেন।” ওসি আরও জানান, ওই সময় ছাত্রটি কান্না করলে তাকে ভয়ভীতি দেখিয়ে শিক্ষক আশরাফুল অফিস কক্ষে চলে যান। পরে বাড়ি ফিরে ছেলেটি এই ঘটনা তার খালাকে জানায়। তিনি জানান, রোববার বিষয়টি ছাত্রের বাবা মাদ্রাসা কমিটিকে জানালে মাদ্রাসা কমিটি শিক্ষক আশরাফুলকে অফিস কক্ষে ডেকে বিষয়টি শোনেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে ওসি জানান। ওসি তানভিরুল আরও বলেন, দুপুরে জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলামের আদালতে ছাত্রটি জবানবন্দি দিয়েছে। পরে আদালত গ্রেপ্তার শিক্ষক আশরাফুল ইসলামকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com