নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১৪৮ জন। মৃত ব্যক্তি (৮০) সদর উপজেলার জালকুড়ি এলাকার বাসিন্দা। এদিকে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩১৭ জন।বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৫ জন, সদরে ৪ জন, বন্দরে ১ জন, আড়াইহাজারে ১ জন, সোনারগাঁয়ে ৩ জন ও রূপগঞ্জে ১ জন আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৮ জন ও আক্রান্ত ২ হাজার ৬৮৩ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৬৩৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৩৯ ও মারা গেছেন ৫ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬৩৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৬৬৫ ও মারা গেছেন ২৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৯ জন। জেলায় এই পর্যন্ত মোট ৫২ হাজার ২৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৯ জনের।করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৬ হাজার ৯৫৭ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৫১৩ জন, সদর উপজেলার ১ হাজার ৫৭৫ জন, রূপগঞ্জের ১ হাজার ৩২১ জন ও আড়াইহাজারের ৬১৭ জন, বন্দরের ৩১৬ ও সোনারগাঁয়ের ৬১৫ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।