মোঃ জিহাদুল ইসলামনড়াইল সংবাদদাতা :
নড়াইল পৌর এলাকার সকল চা দোকানিদের মাঝে চা বিক্রয়ের উপকরণ বিতরন, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক, জেলা যুবলীগের আহবায়ক ও নড়াইল ভিশন এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জমান তার নিজস্ব ভবন উৎসব কমিউনিটি সেন্টারে আজ ১৪ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১১ টায় এ উপকরন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। নড়াইল সদর পৌর এলাকার ৩০০টি চা দোকানিদের মাঝে তাদের উপস্থিতিতে এই উপকরণ বিতরণ করা হয়। কয়েক জন চা বিক্রেতা তাদের অভিব্যক্তি ব্যাক্ত করে বলেন, ওয়াহিদুজ্জামান ভাই খুব ভাল লোক, তিনি আমাদের সুখে দুঃখে পাশে আছেন, তিনি যে সকল উপকরণ আজ আমাদের দিয়েছেন এভাবে আগে কেউ দেয়নি এই উপকরণ পেয়ে আমরা খুব খুশি। উপকরণ সামগ্রীর মধ্যে ছিলো একটি কেটলি, ৬ পিচ চায়ের কাপ,৬ পিচ গ্লাস,৩ পিচ চামচ এবং ১ টি করে চা ছাকনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।