নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতি এবং নাশকতার মামলায় বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের প্রতিবাদে সারা দেশে রোববার সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। কিন্তু কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জে কমিটি না থাকায় অনেকটাই অনিশ্চিত এই সমাবেশ। শনিবার(১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দরা এমনটাই জানিয়েছেন। জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মামুন মাহমুদ জানায়, যেহেতু জেলা বিএনপির কোন কমিটি নেই সেখানে আমার মনে হয় না জেলা বিএনপির কোন কর্মসূচি থাকবে। তবে ব্যক্তি পর্যায় করলে তা ভিন্ন কথা।মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, মহানগর বিএনপি থেকে কোন কর্মসূচি দেওয়া হবে কি না এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই বলা যাচ্ছে না।জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু, আমাদের জেলা বিএনপির তো কমিটি নেই। আর কর্মসূচি হবে কি হবে না সেই বিষয়ে আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে কোন কিছু জানায় নি। তবে কেউ যদি কর্মসূচি করে আমরা আসবো।মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, যদি জেলা বা মহানগর বিএনপি কোন কর্মসূচি করে তাহলে আমরা সেখানে উপস্থিত থাকবো। তবে মহানগর যুবদল থেকে কোন কর্মসূচি নেয়ার জন্য আমাদের বলা হয়নি। যদি বলা হয় আমরা করবো।এদিকে, শুক্রবার (১৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবারজাতীয় প্রেসক্লাবে যৌথ প্রতিবাদ সমাবেশ এবং রোববার সারা দেশের সব জেলা সদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।