আড়াইহাজার সংবাদদাতা :
নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে আড়াইহাজারের গোপালদী পৌরসভার গোপালদী বাজারের একটি ভাড়াটিয়া বাসায় এই ঘটনা ঘটে।নিহত ওই কিশোরীর নাম সানজিদা মিম শুক্তি (১৬)। সে বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামের মোবারক হোসেনের মেয়ে।পুলিশ জানান, ১৪ নভেম্বর রাত ৯টায় মিম তার শোয়ার রুমে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। টের পেয়ে পাশের রুমে থাকা মা-বাবা দরজা খুলে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।আড়াইহাজার থানার (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, নিহত মীমের মা-বাবার কোন আপত্তি না থাকায় তারা নিজ দায়িত্বে লাশটি নিয়ে যান। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।