নিজস্ব সংবাদদাতা:
নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন(এনইউজে)এর ব্যবস্থাপনায় ইউনিয়ন কার্যালয়ে দিনব্যাপী বিনা মুল্যে ডায়বেটিক পরীক্ষা কর্মসুচি আয়োজন করা হয়।সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত লায়ন্স ক্লাব অব ঢাকা নীট কনর্সানের সহযোগিতায় আয়োজিত এ কর্মসুচিতে সাংবাদিক ইউনিয়নের সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারন নাগরিকদের ডায়বেটিক পরীক্ষা করা হয়। এ কর্মসুচি চলাকালীন সময় প্রায় দুইশ জনের ডায়বেটিক পরীক্ষা করা হয়।এসময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও লায়ন্স জেলা ৩১৫এ২ এর রিজিওন চেয়ারম্যান (হেড কোয়ার্টার) আবদুস সালাম, সাধারন সম্পাদক ও যমুনা টেলিভেশনের ষ্টাফ করোসপন্ডেট আমির হুসাইন স্মিথ, রিজিউন চেয়ারম্যান(হেডকোয়ার্টার)লায়ন সামসুননাহার পিএমজেএফ, নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক লায়ন আফজাল হোসেন পন্টি, কোষাধ্যক্ষ প্রনব রায় ও লায়ন্স ক্লাব অব ঢাকা নিট কর্নসার্নের সেক্রেটারী লায়ন মিজানুর রহমান প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।