নিজস্ব সংবাদদাতা:
প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইক বা অনুরূপ যান চলাচল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বন্ধ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সরকারের এই নির্দেশনার তোয়াক্কা না করে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা(অটো রিকশা) প্রবেশ করলে তাদেরকে কঠোর হাতে দমন করছে পুলিশ, প্রতিটি গাড়ি থেকে আদায় করা হচ্ছে জরিমানা। বিগত বেশ কয়েকদিন যাবত নারায়ণগঞ্জ শহরের বেশ কয়েকটি স্থানে জেলা ট্রাফিক পুলিশের এমন কর্মকান্ড দেখা যায়। এবিষয়ে জেলা ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার(ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ট্রাফিকের জন্য বিভিন্ন পরিবহনের ক্ষেত্রে আলাদা রেকার ফি এর তালিকা দিয়েছেন। পুলিশ সুপারের বেঁধে দেয়া অটো রিকসার রেকার ফি আমরা শহরে প্রবেশকারী অটো চালকদের কাছ থেকে জরিমানা স্বরূপ আদায় করে ছেড়ে দিচ্ছি। নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন) মোহাম্মদ কামরুল ইসলাম বেগ বলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় করোনার মহামারীর লকডাউনের পর থেকে অবৈধ অটো রিকশার বিরুদ্ধে আমাদের অবস্থান জোড়দার করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইট, মেট্রো হল, মিশনপাড়া মোড়, কলেজ রোড, অক্টো অফিস, জেলা পরিষদ এই ৬ টি স্থানে ট্রাফিক পুলিশের ২০ কর্মকর্তা ২ বেলা তদারকি করছেন যাতে শহরে কোন অটো প্রবেশ করতে না পারে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।