সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ’র পাঠানটুলি এলাকায় চাঞ্চল্যকর ব্রনাই ফেরত আহাদ আলম শুভ হত্যা মামলার প্রধান অভিযুক্ত পীর মোহাম্মদ শাওন কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। মঙ্গলবার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পশ্চিম পাশ এলাকা থেকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ এস আই ফরিদ আহমেদ এর নেতৃত্বে এএসআই আব্দুল হাই সহ সঙ্গিয় ফোর্স অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার এস আই ফরিদ আহমেদ জানান, চাঞ্চল্যকর আহাদ আলম শুভ কে হত্যা মামলার প্রধান অভিযুক্ত পীর মোঃ শাাওন কে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। এ হত্যাকান্ডে জড়িত বাকি আসামিদেরর দ্রæত গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য যে, এ বছরের গত ১ আগষ্ট (শনিবার) ঈদুল আযহার দিন রাতে সিদ্দিরগঞ্জের পাঠানটুলি এলাকায় বিদেশ ফেরত আহাদ আলম শুভ কে নির্মম ভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সিদ্দিরগঞ্জন থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহত শুভর বাবা। এরপর মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয় এবং মামলাটির দায়িত্ব পায় এস আই ফরিদ আহমেদ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।