আড়াইহাজার সংবাদদাতা :
নারায়নগঞ্জের আড়াইহাজারে থানা শ্রমিকদলের সভাপতি সন্ত্রাসী হামলার শিকার হন । এরি প্রেক্ষিতে তার তার এবং তারপরিবারের নিরাপত্তা ও চিন্হিত সন্ত্রাসীরদের গ্রেফতারের দাবীতে তার নিজবাসভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করাহয় ।গত ১৭ নভেম্বর সন্ধায় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন ব্যাবসায়ীক কাজ সেরে মাধবদী হতে আড়াইহাজার আসার পথে মোল্লারচর এলাকায় তার পথরোধ করে অশ্রধারী ৭-৮ জনের একদল সন্ত্রাসী । কিছু বোজে উঠার আগেই সন্ত্রাসীরা তার উপর চরাও হয়ে মারধর শুরুকরে ।ঐ সময় আনোয়ার হোসেন দুইজনকে চিনতেপারে । তারা হলো ওসমান গনি ও আয়নল ।ওসমানগনির বাড়ি আড়াইহাজার ব্রহ্মনন্দী ইউনিয়নের বিনাইরচর গ্রামে আর আয়নলের বাড়ি আড়াইহাজার পৌরসভার দাসপাড়া গ্রামে । আনোয়ারহোসেন বলেন আমার সাথে থাকা একটি স্মার্ট ভিবো মোবাইল ও নগদ ৩৫০০০ টাকা ছিনিয়ে নেয় ।জীবনে মেরেফেলার উদ্দেশ্য আমার উপর এই হামলা চালানো হয়ে ছিল । আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে । আমার উপর সন্ত্রাসী হামলার একটি ভিডিও ক্লিপ এরিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে । আমি আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম সাহেবকে সমস্ত ঘটনা জানাই এবং লিখিত অভিযোগ দায়ের করি । ভিডিও ভাইরাল ও অভিযোগের কথা জানতেপেরে সন্ত্রাসীরা ভিবিন্ন ভাবে আমাকে এবং আমারপরিবাকে হুমকি দিয়েচলছে । তাই আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে সংকিত । আমার এবং আমার পরিবারের দাবী সন্ত্রাসীদের যেন দ্রুত গ্রেফতার করা হয় ।এ ছাড়াও আড়াইহাজার বিএনপি সহ সকল অঙ্গ-সহযোগি সংঘঠনের নেতাকর্মীরা এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।