Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে তারেক রহমানের জন্মদিন পালন 

আড়াইহাজারে তারেক রহমানে জন্মদিনপালন 

আড়াইহাজার সংবাদদাতা :

আজ ২০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে আড়াইহাজারে পালন করাহয় তারেকরহমানের জন্মদিন । আজ বিকাল ৪ টায় নারায়নগঞ্জ-২ আসনের বিএনপি থেকে তিনবার নির্বাচিত সাবেক সংসদসদস্য আতাউড়রহমান আঙ্গুর সাহেবের খামারবাড়ি রাইনাদিতে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে মিলাদ ,দোয়া ও কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান পালন করাহয় ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্হিত ছিলেন নারায়নগঞ্জ -২ আসনের সাবেক সংসদসদস্য আতাউড়রহমান আঙ্গুর ।সবার সভাপতিত্ব করেন বিএনপি নেতা রুপচান মিয়া । অনুষ্ঠানে বক্তব্য রাখেন আড়াইহাজার থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও সরকারিসফর আলী কলেজের সাবেক এজিএস শামীম । আড়াইহাজার থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল আমিন মোল্লা,যুবদল নেতা আলামিন,নারায়নগঞ্জ জেলা জাসাসের সাংঘঠনিক সম্পাদক মাহাবুব মোল্লা,থানা পরিবহন শ্রমীকদলের সভাপতি সিরাজুল ইসলাম,বিএনপি নেতা আজিজুল হক ,যুবদলনেতা হানিফ,আড়াইহাজার থানা শ্রমিকদলের আহবায়ক আনোয়ার হোসেন,বিএনপি নেতা আহসান হাবিব,থানা জাসাসের চলচ্চিত্র বিষয়ক সম্পাদক নুরুলহক নুরু,যুবদল নেতা মাসুদবাবু,খোকন,রমজান,ডালিম,বিএনপি নেতা নুরুলহক,ও জাহাঙ্গীর সহ বিভিন্ন অঙ্গ-সহযোগি সংঘঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন ।অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউড়রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তার পরিবারের সুস্হতা কামনা করে এবং বিএনপির কান্ডারি আগামীদিনের রাষ্ট্রনায়ক জনাব তারেকরহমানের দির্ঘায়ো কামনা করে দোয়া করাহয় । উক্ত দোয়া পরিচালনা করেন মোঃ জাকির নকিব ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com