Logo
HEL [tta_listen_btn]

ধর্ষণকারী পলাতক, পাহারাদার কারাগারে

ধর্ষণকারী পলাতক, পাহারাদার কারাগারে

সিদ্ধিরগঞ্জসংবাদদাতা:
সিদ্ধিরগঞ্জেরপাঠানটুলিএলাকায় এক কিশোরী পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগেআটক ধর্ষকের সহযোগীনুরইসলামকেকারাগারেপাঠানোহয়েছে।বৃহস্পতিবার(১৯ নভেম্বর) দুপুরেনারায়ণগঞ্জসিনিয়রজুডিশিয়ালম্যাজিস্ট্রেট ফাহমিদাখাতুনেরআদালতেতাকেহাজিরকরাহলে এ আদেশ দেওয়া হয়। বিষয়টিসংবাদচর্চাকেনিশ্চিতকরেছেন কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান। এর আগেবুধবার দুপুরআড়াইটারদিকেপাঠানটুলিএলাকায় ওই কিশোরীগার্মেন্টসেযাওয়ারসময়মুখে টেপলাগিয়ে মোখলেসহাজীরবাড়ির ৫ তলাভবনেরএকটি ফ্ল্যাটেনিয়ে ধর্ষণকরে সোহেল। ঘরেতালাদিয়েবাহিরেপাহারা দেয় সহযোগীনুরইসলাম। পরে ধর্ষণের শিকার মেয়েটিরাস্তায়এসেযুবকদেরবিষয়টিজানালেতারাসহযোগীনুরইসলামকেআটককরেপুলিশেরকাছে সোপর্দ করেএলাকাবাসী। এ ঘটনায়সিদ্ধিরগঞ্জ থানায়মামলা দায়ের হয়।ধর্ষনের সহযোগীনুরইসলাম(৩০) আইলপাড়া মোখলেসহাজীরবাড়িরভাড়াটিয়া ও আবুলকালামের ছেলে। পালিয়েযাওয়াধর্ষক সোহেল (৩২) একই এলাকারআব্দুলমজিদের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com