নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জমহানগরবিএনপিরসহসভাপতি এড. সাখাওয়াত হোসেনখানবলেছেন, এই অবৈধসরকারতারেকরহমানকেভয়পায়। এমনকিতারেকরহমানেরছায়াকেওতারাভয়করে। আরতাইতারেকরহমানকে এই দেশে আসতেদিচ্ছেনা। কারনতারাজানেতারেকরহমান দেশে এলেগণতন্ত্রকামীজনতার যে ¯্রােত তৈরীহবেতাসামাল দেয়া যাবেনা। কিন্তু যতইষড়যন্ত্র করা হোকনা কেনো, তারেকরহমানবীরের বেশে এই দেশে আসবেনএবংগণতন্ত্রে আপোষহীন নেত্রী বেগমখালেদাজিয়ার নেতৃত্বে আবারোসুশাসনফিরিয়ে দেবেন। দুর্বার গণ আন্দোলনেরমুখে এই রাতের ভোটেরসরকারপালানোর পথ খুঁজেপাবেনা। আমরা সব জিয়ার সৈনিকরাআমাদেরআগামীররাষ্ট্রনায়কতারেকরহমানকে এদেশে ফিরিয়েআনবোইনশায়াল্লাহ। আজপ্রিয় নেতার ৫৬তম জন্মদিনে এই হোকআমাদের অঙ্গিকার।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেকরহমানের ৫৬তম জন্মদিনউপলক্ষেনারায়ণগঞ্জমহানগরমৎস্যজীবী দল আয়োজিতমিলাদ দোয়া ও কেক কাটাঅনুষ্ঠানেপ্রধাণঅতিথির বক্তব্যে তিনিএসবকথাবলেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়নারায়ণগঞ্জক্লাবমার্কেটের তৃতীয়তলায় এ অনুষ্ঠানেরআয়োজনকরা হয়।এড. সাখাওয়াতবলেন, বর্তমানে দেশে কোনগণতন্ত্র নেই। নারায়ণগঞ্জেএকটি টাঙ্গিয়ে নাম সর্বস্ব দলের ৫/১০ জন লোকমিটিংমিছিলকরছেতাদেরপ্রশাসন কোনবাঁধাদিচ্ছেনা অথচ বিএনপিবা কোন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনসাংগঠনিককর্মসূচিপালনকরতে গেলেইহামলামামলানির্যাতনশুরুকরে। এই কিছুদিনআগেওবিএনপিরভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেকরহমানেরসাথে ভার্চূয়ালআলোচনারসময়েরূপগঞ্জেহামলাচালিয়ে জেলাযুবদল নেতাসহিদুররহমান স্বপন ও জেলাছাত্রদল নেতাআবুমাসুমকে গ্রেফতারকরেএবংসম্পূর্ণ মিথ্যা সাজানোমামলায় কোর্টে চালানকরে দেয়। আমিআজকের এই অনুষ্ঠান থেকে স্বপন ও মাসুমের মুক্তি দাবিকরছি। নারায়ণগঞ্জ জেলাছাত্রদলের সাবেকসভাপতিমহানগরবিএনপি নেতাজাকিরখানেরনামেও এই সরকারমিথ্যা মামলা দায়েরকরায়তিনিও দেশে ফিরতেপারছেননা। আমিসারাবাংলাদেশে বিএনপির নেতাকর্মীদেরনামে দায়েরকরাসকলমিথ্যা মামলাপ্রত্যাহারের দাবিজানাচ্ছি।নারায়ণগঞ্জমহানগরমৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গির আলমরতনেরসভাপতিত্বে এবংপারভেজমল্লিকেরসঞ্চালনায়অনুষ্ঠিতঅনুষ্ঠানেআরোউপস্থিত ছিলেনমহানগরবিএনপিরসহসভাপতিমনির হোসেনখান, কেন্দ্রীয়মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়কসাইদুররহমানটুলু, জেলামৎস্যজীবী দলের আহবায়ক এড. এইচএমআনোয়ারপ্রধান, সদস্য সচিবআমিনুলইসলাম, মহানগরমৎস্যজীবী দলের যুগ্ম আহবায়কলিংকনখান, ঋষিকেশমন্ডলমিঠু, এড. রাজিবমন্ডল, শাহিনআহমেদ, এইচএম হোসেন, হারুন অর রশিদ, রিপনসিকদার, সাখাওয়াত হোসেনজ্যাকী, সদর থানাছাত্রদলের সদস্য সচিবলিংরাজখান, তোলামকলেজছাত্রদলের যুগ্ম আহবায়কফাহিম, মৎস্যজীবী দল নেতা মো: জাকির, মামুনহাসান, মোঃফয়সাল, শাহআলম, সফিজআহমেদ, ইরাফান, আলীআহমেদ, এলকেরনিপ্রমূখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।