নিজস্ব সংবাদদাতা :
চারদিকে শীতেরআবহ থাকলেওসকাল থেকেই ছিলআকাশ মেঘলা। বিকেলেহঠাৎকরেই ঘন মেঘে ঢেকে যায়আকাশ। সন্ধ্যায়নগরীরচাষাঢ়া ও এর আশেপাশেরএলাকায়শুরু হয় মুষলধারে বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে থমকেযায়সবকিছু।শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়াঅধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসেবলা হয়, দুপুর ১টা থেকে পরবর্তীছয়ঘণ্টাঢাকা ও এর পার্শ্ববর্তীএলাকায়আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতেপারে। এমনিতেআবহাওয়া শুষ্ক থাকবে। এতে আরওবলা হয়, ঘণ্টায়ছয় থেকে ১২ কিলোমিটারগতিতেউত্তর থেকে পশ্চিম-উত্তরদিকেবাতাসপ্রবাহিতহবে। মেঘলাআকাশেরকারণে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়িবৃষ্টিপাতহতেপারেবলেওআবহাওয়াঅধিদপ্তর থেকে জানানো হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।