Logo
HEL [tta_listen_btn]

জেলা পরিষদের ভূমিকায় খোকন সাহার নিন্দা

জেলা পরিষদের ভূমিকায় খোকন সাহার নিন্দা

নিজস্ব সংবাদদাতা :
আমি পরস্কিারভাবে বলতে চাই, জলা পরিষদ ব্যার্থ হয়ছে। জেলা পরিষদের পক্ষ থেকে একটা ব্যবস্থা নেয়া উচিৎ ছিলো। আমি জেলা পরিষদের ব্যার্থতার জন্য নিন্দা জানাই। আজকে সত্যি কথা বলতে হবে, আনোয়ার ভাইকে যদি আমরা জেলা পরিষদে মনোনীত না করতাম, নেত্রী যদি জেলা পরষিদে তাকে মনোনয়ন না দিতো তাহলে কিন্তু আনোয়ার ভাইয়রে নামফলক সোনারগাঁয়ে লাগার কথা না। আমরা বলতে চাই, জেলা পরিষদ এক্ষেত্রে ব্যার্থতার পরিচয় দিয়েছে। ৫-৬ দিন হয়ে গেলো জেলা পরিষদের পক্ষ থকেে কোনো প্রকার ব্যবস্থা নয়ো হলো না। নারায়ণগঞ্জ-৩ আসনরে সাংসদ লয়িাকত হোসনে খোকা র্কতৃক মহানগর আওয়ামীলীগরে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসনে এর নাম ফলক ভাঙ্গার প্রতবিাদে আয়োজতি মানববন্ধনে সংগঠনরে সাধারণ সম্পাদক খোকন সাহা এসব কথা বলনে। শনবিার (২১ নভম্বের) বকিলেে নারায়ণগঞ্জ প্রসেক্লাবরে সামনে মহানগর আওয়ামীলীগরে উদ্যোগে এ মানববন্ধনরে আয়োজন করা হয়। মহানগর আওয়ামীলীগরে সহ-সভাপতি শখে হায়দার আলী পুতুলরে সভাপতত্বিে এ মানববন্ধন অনুষ্ঠতি হয়। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে উল্লখে করে খোকন সাহা বলনে, আমি দখেছি গত কয়কেদনি ধরে দু/একটি পত্রকিায় উল্লখে করছে,ে মহানগর আওয়ামীলীগ দ্বিধা বিভক্ত। বলছেে আনোয়ার হোসনে একদিকে,ে খোকন সাহা একদিকে।ে আজকে পরস্কিার ভাবে বলতে চাই, আপনারা এ ধরনরে বিভক্ত আনার চষ্টো করবনে না। র্দীঘ ১৭ বছর যাবৎ আনোয়ার ভাই এ শহররে সভাপত,ি আমি ২৫ বছর ধরে সাধারণ সম্পাদক। আনোয়ার ভাইয়রে সাথে আমার মতবরিোধ হয়, মত-র্পাথক্য কন্তিু হয় না। বভিন্নি কার্যকলাপ,ে রাজনৈতিক দলীয় কারণে মতবরিোধ হয় কন্তিু মত র্পাথক্য হয়না। কয়কেটি পত্রকিা পড়ে দেখলাম কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের অপচষ্টোয় লিপ্ত। এ সুযোগ সন্ধানীদের ঘোলা পানতিে মাছ শিারক করা চলবে না, করতে আমরা দেবো না। খোকন সাহা আরও বলনে, আনোয়ার ভাইকে সান্তনা দেয়ার ভাষা আমাদরে নেই, তিনি আমাদরে গুরু, অভিভাবক, তিনি দু:খ পেয়েছেন, ব্যথিত হয়েছেন। গতকালও আমার সাথে কথা হয়েছে। উনি এক্সাইটটে হয়ে গেছে, আমি বলেছি এক্সাইটেট হবেন না, আওয়ামীলীগরে নেতাকর্মীরা অবশ্যই আজীবন আপনার সাথে থাকবে।ে কারণ আপনি দলরে ত্যাগী নতো। আমি খোকা সাহবের কাছে অনুরোধ রাখবো, আপনি বড় ভাইয়ের কাছে ছোট ভাই থাকবনে, বড় ভাইয়ের হেল্প পাবনে, সবকিছুই পাবনে। একটি ঘটনা ঘটেছে,ে দু:খ প্রকাশ করে অন্তত আনোয়ার ভাইয়রে ব্যথায় ব্যথতি হন, এটাই হবে রাজনীতির সবচেয়ে বড় শিষ্টাচারিতা, সবচয়েে বড় পাওয়া। পাশাপাশি লিয়াকতয় হোসনে খোকা সাহবেরে কাছে আমি আবারও বিনিতভাবে বলতে চাই, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, দানবীর এমপি সলেমি ওসমান, সলেমি ভাই আনোয়ার ভাইকে আমার গুরু হসিাবে সম্বোধন করে কথা বলেন। তাই আপনার দলরে প্রেসিডিয়াম সদস্য যাকে গুরু বলে সম্বোধন করনে অন্তত সেই সম্মানটুকু আনোয়ার ভাইয়রে প্রতি আপনি প্রর্দশন করবনে। তাহলইে সমস্তকছিুর অবসান হয়ে যাবে।ে ঘোলা পানতিে মাছ শিকারের চেষ্টার অবসান হয়ে যাবে।ে পরশিষেে বলতে চাই, আমার আর আনোয়ার ভাইয়রে মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো ভুল বুঝাবুঝি নাই। আনোয়ার ভাই কষ্ট পয়েছেনে, আমওি কষ্ট পয়েছি।ি মহানগর আওয়ামীলীগ র্কতৃক আয়োজতি এ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে উপস্থতি ছলিনে আওয়ামীলীগরে জাতীয় পরষিদরে সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগরে সহ-সভাপতি আরজু রহমান ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসনে।  মহানগর আওয়ামীলীগরে সাংগঠনকি সম্পাদক জি এম আরাফাতরে সঞ্চালনায় এ মানববন্ধনে উপস্থতি ছলিনে মহানগর আওয়ামীলীগরে যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাববি, জি এম আরমান, সাংগঠনকি সম্পাদক মাহমুদা মালা, স্বাস্থ্যবষিয়ক সম্পাদক ডা. আতকিুজ্জামান সোহলে, বন্দর থানা আওয়ামীলীগরে সাবকে সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগরে সদস্য আবদে হোসনে, ১৪ নং ওর্য়াড আওয়ামীলীগরে সভাপতি পারভজে হোসনে, সাধারণ সম্পাদক ও সাবকে কাউন্সলির মনরিুজ্জামান, ১৮ নং ওর্য়াড কাউন্সলির কবরি হোসাইন, ১৯ নং ওর্য়াড কাউন্সলির সাগর প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com