Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লায় ১৬ জুয়াড়ি গ্রেফতার

ফতুল্লায় ১৬ জুয়াড়ি গ্রেফতার

ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ট্রান্সপোর্ট অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় পাগলা মুন্সিখোলায় মাসুদ শেখের ট্রান্সপোর্ট অফিসে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় নগদ ২৬ হাজার ৮শ’ টাকা ও জুয়া খেলার তিন বান্ডিল তাসসহ ১৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: শ্যামপুর জুরাইন মেডিকেল রোডের মৃত আব্দুর করিম মিয়ার পুত্র চুন্নু মিয়া (৬০), একই এলাকার রহমানের পুত্র খাইরুল ইসলাম (৪০), ফতুল্লা থানার কাশীপুরের আওলাদ হোসেনের পুত্র কাজল (৩০), মুন্সিগঞ্জের তারা মিয়ার পুত্র শাহালম (৪০), ফতুল্লার পাগলার মৃত ফজলুল হকের পুত্র শুক্কুর (৩২), পটুয়াখালীর মমতাজের পুত্র রাজা মিয়া (৪০), ফরিদপুরের আদম আলী ফকিরের পুত্র আবুল হোসেন (২৯), ফতুল্লার পাগলা এলাকার লুৎফরের পুত্র মোকলেস (৪০), শ্যামপুরের আজাহারের পুত্র হানিফ (৩৮), পাগলার মৃত মান্নান শেখের পুত্র ট্রান্সপোর্ট মালিক মাসুদ শেখ (৪০), কেরানীগঞ্জ হাসনাবাদের মৃত আবুল হোসেনের পুত্র জাকির (৪০), নন্দলালপুরের হোসেন আলীর পুত্র জুয়েল খান (৩৫), আলীগঞ্জের মৃত হক শিকদারের পুত্র মজনু শিকদার (৩০), মাধবপুরের হানিফের পুত্র সহিদ মোল্লা (৩২), ধর্মাদির মাজেদ মোল্লার পুত্র কিরণ মোল্লা (২৪), রফিক সরদারের পুত্র মামুন মিয়া (২৮)। অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমানুর রহমান জানান, গ্রেফতারকৃত মাসুদ শেখ ট্রান্সপোর্ট ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন ট্রান্সপোর্ট অফিসে জুয়ার আসর বসিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় মাসুদ শেখের মালিকানাধীন ট্রান্সপোর্ট অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় মূলহোতা মাসুদ শেখসহ ১৬ জুয়াড়িকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জুয়াড়ি আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com