রূপগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি পুকুরের পানিতে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার কায়েকপাড়া ইউনিয়নের ভাওয়ালীয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুকুরের মালিক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন অভিযোগ করে জানান, তার নিজবাড়ি উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ভাওয়ালীয়াপাড়া গ্রামে বাড়ির অভ্যন্তরে প্রায় একবিঘা পরিমান একটি পুকুর রয়েছে। সেখানে তার বাড়ির কেয়ারটেকার টুকু মিয়া মাছের চাষাবাদ করেন। প্রতিদিনের ন্যায় রোববার রাতে মাছের খাবার দিয়ে তিনি ঘুমাতে যান। সোমবার ঘুম থেকে জেগে দেখের পুকুরের সমস্ত মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এতে কমপক্ষে ৫৫ হাজার টাকা মূল্যের মাছ মারা গিয়েছে। কোন অজ্ঞাত ব্যক্তিরা পুকুরের পানিতে বিষ ঢেলে মাছগুলো নিধন করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।