ফরিদগঞ্জ সংবাদদাতা :
স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ফরিদগঞ্জে স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিয়ে কমিউনিটি ক্লিনিকগুলির কর্মকান্ড এবং দ্বায়িত্ব কর্তব্য সম্পর্কীত বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে ইউ এইচ ও আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি, আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিয়েছেন। চিকিৎাসেবা নিতে এখন আর দুর দুরান্তে যেতে হয় না। বিনামুল্যে রোগীদের ঔষধসহ সকল সেবা প্রদান করা হয়। এ খাতে যেন কোন অনিয়ম এবং দুর্নিতী না হয় সে জন্য সরকার স্থানীয় সরকার প্রতিনিধিদের কমিউনিটি ক্লিনিকের সাথে সম্পৃক্ত করেছেন। ফরিদগঞ্জে বর্তমানে ৩৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে আরো ৩টি নির্মানাধীন। এসক ক্লিনিকের বদৌলতে মৃত্যুর হার অনেকে কমেছে। প্রসুতি মায়েরা স্বল্প ব্যয়ে খুব দ্রুত নিরাপদ চিকিৎসা সেবা নিতে পারছে। প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন আপনার নিজেদের সম্পদ মনে করে সঠিক তদারকি করবেন। তবে, চাকুরীরতদের অযথা বিরক্ত বা দায়িত্বে বাইরে পড়ে এমন কোন আচরন করবেন না। বর্তমান করোনা মহামারীকালনি সময়ে সকল নিরাপত্তা বজায় রেখে কর্মকান্ড পরিচালনারও আহবান জানান।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।