বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ মাদক উদ্ধার অভিযান চালিয়ে ২০ ক্যান ম্যাক্সিমাস বিয়ারসহ রেজাউল হাসান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে বন্দর উপজেলার আমিরাবাদ বটতলা বাসস্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে উক্ত বিয়ারসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শহিদুল আলম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৩৭(১১)২০। গ্রেফতারকৃত বিয়ার ব্যবসায়ী রেজাউল হাসান বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ী এলাকার মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে। ধৃতকে মাদক মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।