বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ থানার মাদক মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী চিহিৃত মাদক স¤্রাট আবুল হোসেন ওরফে ভূইট্টা আবুল (৪৩)কে গ্রেফতার করেছে। ২৫ নভেম্বর বুধবার দুপুর দেড়টায় বন্দর থানার সোনাকান্দা ফায়ারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল ওরফে ভূইট্টা আবুল বন্দর থানার সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত আব্দুল লতিফ বেপারী ছেলে বলে জানা গেছে।গ্রেফতারকৃতকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক সবুর খান ও একই থানার অপর উপ-পরিদর্শক মোহাম্মদ শহিদুল আলমসহ সঙ্গীয় ফোর্স বুধবার দুপুরে সোনাকান্দা ফায়ার ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযান কালে উল্লেখিত পুলিশ মুন্সিগঞ্জ থানার মাদক মামলার ৬ মাসের বিনাশ্রম সাঁজাপ্রাপ্ত আসামী আবুল হোসেন ওরফে ভূইট্টা আবুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ছাড়াও ধৃতের বিরুদ্ধে বন্দর থানায় একটি জিআর মামলার ওয়ারেন্টসহ নারায়ণগঞ্জ সদর থানায় একটি অস্ত্র মামলা রয়েছে বলে জানা গেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।