সোনারগাঁ সংবাদদাতা:
বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনদিন কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্যকর্মীরা। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত স্বাস্থ্য কর্মীরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এই কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মবিরতীর শেষ দিনে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ প্রধান, স্বাস্থ্য পরিদর্শক ঝর্ণা রাণী দাস, মতিন মিয়া, সহকারি স্বাস্থ্য পরিদর্শক নাছিরউদ্দিন মিয়া, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সোনারগাঁ শাখার সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সহ-সভাপতি আব্দুল কাদির এবং সহকারি সাংগঠনিক সম্পাদক আল আমিন প্রমুখ। বক্তারা জানান, দেশের ২৬ হাজার স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের সংগঠণ বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ এই কর্মস‚চির ঘোষণা দেয়। তাদের কর্মবিরতির ফলে সারা দেশে ১ লাখ ২০ হাজার অস্থায়ী টিকা দান কেন্দ্রে প্রতিদিন ২০ হাজার কেন্দ্র থেকে মা ও শিশু টিকা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।