নিজস্ব সংবাদদাতা:
ফুটপাত হকারমুক্ত করতে মাঠে নেমেছেন সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহজামান।২৮ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক ও এর আশ-পাশের এলাকায় ফোর্স নিয়ে যান তিনি।এ প্রসঙ্গে মোহাম্মদ শাহজামান বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় যেকোন মূল্যে বঙ্গবন্ধু সড়ককে হকারমুক্ত করা হবে। বঙ্গবন্ধু সড়কের হকার মুক্তকরণের এই অভিযান অব্যাহত থাকবে।এসময় চাষাঢ়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।