ফতুল্লাসংবাদদাতা
করোনাআক্রান্তহয়েমারা গেছেনফতুল্লা রেলস্টেশন এলাকানিবাসীব্যাংকেরসাবেককর্মকর্তাআব্দুলমান্নান (৭৮)।শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টায় কেন্দ্রীয়পুলিশহাসপাতালেচিকিৎসাধীন অবস্থায়তারমৃত্যু হয়েছে।গত ১৮ নভেম্বরসকালসাড়ে ১০টায় করোনাআক্রান্তহয়েহাসপাতালটিতেভর্তি হয়েছিলেন। ১০ দিনচিকিৎসাধীন থাকার পর ২৮ নভেম্বররাত ৯টা ৩৫ মিনিটেতারমৃত্যু হয়।মৃত্যু কালে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।এ দিকে, ২৯ নভেম্বরসকাল ৮ টায়টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরাতাকেফতুল্লা রেলস্টেশন সংলগ্নপারিবারিককবরাস্তানে দাফনসম্পূর্ণ করেছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।