নিজস্ব সংবাদদাতা
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণেরপক্ষেনারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবকলীগেরসমাবেশ ও মিছিলঅনুষ্ঠিতহয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালেনারায়ণগঞ্জ প্রেসক্লাবেরসামনে এই সমাবেশঅনুষ্ঠিত হয়। এ সময়ভাস্কর্য নির্মাণনিয়ে কটুক্তিকারী ও ভাস্কর্য ভেঙে ফেলারহুমকিরপ্রতিবাদ জানানো হয়।উক্ত সমাবেশেপ্রধানঅতিথি আওয়ামীলীগ নেতাবাবু চন্দনশীল, বঙ্গবন্ধুর কথায় ১৯৭১ সালে ৩০ লক্ষমানুষআত্বত্যগদিয়ে দেশ কে স্বাধীনকরেছিলেন। তাদের এই ত্যগের বিনিময়েআমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু কয়েকদিন দরে ক্ষোভের সাথে লক্ষকরছিএকটামহলধর্মেরকথাবলে উঠে পরে লেগেছে । তারাধর্মেরকথাবলে, তারাইসলামেরকথাবলে, অথচ তারামহানবীকে (সা.) অবমাননাকরে, কটুক্তি করে। ওই রকমভন্ডদেরহুশিয়ারকরেবাবু চন্দনশীলবলেন, এটানারায়ণগঞ্জএইখানে মুক্তিযুদ্ধে বিশ্বাসিপরিবারশামীমওসমান যে ওই ভন্ডআজমখানকেনারায়ণগঞ্জেঢুকতে দেন নাই। যারজন্যে আমাদেরউপর বোমাহামলাহয়েছিল। আমাদেরঅনেকভাইদেরহারিয়েছিআরএখনো সেইহামলারছাপআমরাবয়ে বেড়াচ্ছি। আমরাজাতিরজনক বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতিকরি। আমরাহাসতেহাসতেবুকেরতাজা রক্ত ঢেলেদিতেপারিকিন্তু কখনো বেঈমানিকরতেপারিনা সরকারেরপ্রতিআমারআবেদনযারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভেঙ্গে দেয়ারহুমকি দেয় তাদেরকেঅনতিবিলম্বে গ্রেফতারকরতেহবে নারায়ণগঞ্জেএরকোমঅপকর্ম করাচলবেনা। তারাবাংলাদেশকে অস্থিরকরেতুরতেচায়তারাবাংলাদেশকে মৌলবাদি করেতুলতেচায়আপনারা যেনেরাখেনএটাকিন্তু হবেনা। আপনারাযারা এই অপখেলা খেলতেটানতারাপাকিস্তানেচলেযান এই দেশে এই খেরা চরবেনা। আমিএইখান থেকে বলেদিতেচাই বঙ্গবন্ধুর ভাষ্কর্য করতেহবেই।সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবকলীগেরসভাপতিজুয়েল হোসেনবলেন, দেশ কারোএকারনয়। লাখো রক্তের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি। তাই এই দেশেরপ্রতি দায়বদ্ধতাসবারইআছে। যারাআজইসলামকেবিক্রি করছেনতারা এক সময়বলেছিল, আওয়ামীলীগনাকিক্ষমতায়আসলেএদেশহিন্দু দেশে পরিণতহবে। মামুনুলহক, বাবুনগরীবলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য হলেনাকি ভেঙ্গে ফেলেদিবেনঅওয়ামীলীগেরনামবিক্রি করেঅনেকেইচলে, ইসলামেরনাম বিক্র করেঅনেকেইচলে। ইসলামশান্তিরবার্তা দেয় ইসলাম কোনবিশিৃঙ্খলাপছন্দ করেনা। কোন কোনযায়গায় এই ইসলামেরনামবিক্রি করেধর্ষণকরা হয়, কিছুকিছুমাদরাসায়আমাদেরসন্তানদেরবালাৎকারকরা হয়। কই তখন তোকাইকেপ্রতিবাদ করতে দেখলামনা। যারাইসলামেরনামবিক্রি করেঅরাজকতা সৃষ্টিকরতেচানতাদেরেবলতেচাই, আমিমনেকরিশামীমওসমানসাহেবইযথাসময়ে এর সঠিকউত্তরদিয়েদিবে। আপনারাযারাবলছেন বঙ্গবন্ধুর ভাষ্কর্য তৈরিহলে ভেঙ্গে দিবেনঅতিতেওঅনেকেঅনেকবড়বড়হুংকার দিয়েছে এগুলোদিয়েকিছুহবেনা। আওয়ামীলীগ দেশ ও মানুষেরউন্নয়নেসবর্ত কাজকরেযাচ্ছে।বিশেষঅতিথি নারায়ণগঞ্জমহানগরআওয়ামীলীগেরসহ-সভাপতিরবিউল হোসেনরবিউলবলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকেধারনকরে যে কোনকিছুর মোকাবেলাআমরাকরবো। কিছু ধর্ম ব্যবসায়িআছেনযারাইসলামেরনামেব্যবসায়করেনতারাবাংলাদেশেরসংস্কৃতিকে ধংশ করার জন্য আজ উঠে পরে লেগেছেনআমরা যে কোনমুল্যেই এর প্রতিহতকরবো। সমাবেশেজুয়েল হোসেনেরসভাপতিত্বে এ সময়আরোউপস্থিত ছিলেন, মহানগরআওয়ামীলীগেরসহসভাপতিচন্দনশীল, রবিউল হোসেন, জেলাছাত্রলীগেরসাবেকসভাপতিসাফায়েতআলমসানি, মহানগর স্বেচ্ছাসেবকলীগেরযুগ্ম সম্পাদকরফিকুলইসলামজয়, সাংগঠনিকসম্পাদকরকি, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগেরসভাপতিহাজীজহিরপ্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।