বিশেষ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় রাব্বি (১৮) নামে এক যুবককে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহম্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিবাড়ি নামক এলাকায় একটি দোকান থেকে তাকে আটক করা হয়। সে স্থানীয় লস্করদী এলাকার ছগীর হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় ডিবি পুলিশের উপ-সহকারি পরির্দক ফকির হাসানুজ্জামান বাদি হয়ে একটি মামলা করেন। জানা গেছে, দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় একটি দোকানে ধৃত ব্যক্তি একটি প্লাসটিকের ব্যাগের ভিতরে করে ৪৮ পিস ফেন্সিডিল নিয়ে বিক্রি অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে থাকা প্লাসটিকের ব্যাগ তল্লাশি করে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।