Logo
HEL [tta_listen_btn]

এবার কে পাবে আশির্বাদ ?

এবার কে পাবে আশির্বাদ ?

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগসহ নানামুখী নির্বাচনী ও দলীয় কার্যক্রম চালিয়ে চেষ্টা করছেন ভোটারদের মন জয় করতে। তবে এ নির্বাচনে জয়ের ক্ষেত্রে এমপি সেলিম ওসমানের আশির্বাদ যিনি পাবেন তার সম্ভাবনাই বেশী এমনটাই মনে করে স্থানীয়রা। আর তাই জনমনে প্রশ্ন উঠেছে, এবার কে পাবে আশির্বাদ? জানা গেছে, মনোনয়ন প্রত্যাশীরা উঠান বৈঠক, বিভিন্ন জনবহুল স্থানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভাসমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দোয়া ও শুভেচ্ছা বিনিময় করছেন। তবে স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সমর্থনের ওপর অনেকাংশেই নির্ভর করছে জয়-পরাজয়। কাজেই সবার দৃষ্টি এ সাংসদের দিকে। আরও জানা গেছে, গত নির্বাচনে সাবেক চেয়ারম্যান জাকির হোসেন অনেকটা চুড়ান্ত হয়ে গেলেও শেষ পর্যন্ত সাংসদ সেলিম ওসমানের বিরাগভাজনে পরিণত হয়ে চেয়ারম্যান পদে প্রার্থীতা থেকে সরে যেতে বাধ্য হন। ঐ সময়ে সেলিম ওসমান বর্তমান চেয়ারম্যান মতিউর রহমানকে সমর্থন দেন এবং নিজের শালা বাবু বলে সকলের কাছে পরিচয় করিয়ে দেন। ফলে সহজেই জয়ের দ্বারপ্রান্তে পৌছে যান মতিউর রহমান। কিন্তু সেলিম ওসমানের এ শ্যালক চেয়ারম্যান হওয়ার পর থেকে জনগনের আস্থা কুড়াতে না পারায় এবার নির্বাচনে তার জয়ের সম্ভাবনা অনেক ক্ষীণ। তবে মতি সমর্থকদের দাবী, সাংসদ সেলিম ওসমান এবারও মতিউর রহমানকেই সমর্থন দিবে। অপরদিকে, সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের জয়ের সম্ভাবনা বেশ প্রবল বলেও জানায় স্থানীয়র। স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, মতি চেয়ারম্যানের কাজের প্রতি ভীষণ অনিহা। আর এ কারণেই আগামী নির্বাচনে জনগন তাকে আর চায়না বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে। তাদের মতে, গতবারই দ্বিতীয়বারের মতো জয়ী হয়ে চেয়ারম্যান হতে জাকির হোসেন। কিন্তু একজন সাংসদের অহেতুক হস্তক্ষেপের কারণে আমরা যোগ্য একজন চেয়ারম্যান থেকে বঞ্চিত হয়েছি। তবে সেই সাংসদ এবার আর ভুল না করে জনগনের মনের ভাষা বুঝতে পারবেন বলেও মনে করেন স্থানীয়রা। আর তাই জনমনে চলছে একটিই প্রশ্ন, আলীরটেক ইউনিয়নের আগামী নির্বাচনে এবার কে পাবেন আশির্বাদ? আলীরটেকে সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়ন পরিষদের শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। কে হতে যাচ্ছেন সরকারি দলের সমর্থিত প্রার্থী এ নিয়ে চলছে নানা গুঞ্জন। সেই সঙ্গে স্থানীয় ভোটারদের মাঝে কার গ্রহণযোগ্যতা রয়েছে তা নিয়েও হচ্ছে আলোচনা। নতুন মুখ আসবে নাকি পুরাতন কেউ আসবে তা নিয়েও বেশ জোড়ালো আলোচনা। তবে, এলাকার সচেতন জনগণ মনে করছেন এবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান ও সাবেক এ দুই চেয়ারম্যানের মধ্যেই মূলত প্রতিদ্ব›িদ্বতা হবে। এর বাইরে গিয়ে নির্বাচনে জয় হওয়া তো দুরের কথা নির্বাচনে অংশ নেয়ার মতো যোগ্যতাও অর্জন করতে পারে নি কেউ। আগামী নির্বাচনে অংশ নিবেন কিনা জানতে চাইলে আলীরটেক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ভাই সময় আসুক তারপর বলি। এখনো অনেক সময় বাকী। একই বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, নির্বাচন রইছে কোথায়, বাচিঁ না মরি কে জানে? যদি হায়াতে বাচিঁ তাহলে দেখা যাবে, নির্বাচন আসুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com