Logo
HEL [tta_listen_btn]

কালিয়া উপজেলা যুবলীগের আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি র জন্মদিন পালিত

কালিয়া উপজেলা যুবলীগের আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি র জন্মদিন পালিত

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল সংবাদদাতা :

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহন করেন তিনি। পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। শেখ ফজলুল হক মনি ঢাকার নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সাহসী নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন। শেখ ফজলুল হক মনি ১৯৬২-৬৩ সালের মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাকিস্তান দোসর মোনায়েম সরকার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ডিগ্রি কেড়ে নেয়। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন। ৪ ডিসেম্বর (শুক্রবার) শেখ মনির জন্মদিন উপলক্ষে কালিয়া উপজেলা যুবলীগের আয়োজনে সন্ধ্যায় কালিয়া উপজেলা আওয়ামীলীগ অফিসে কেক কাটাঁ ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নড়াইল ১আসনের সাংসদ জনাব কবিরুল হক মুক্তি, কালিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন,কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খাঁন রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিষ ভট্রাচায্য, এম এম পাভেল,কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ,কালিয়া পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ লিটন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com