Logo
HEL [tta_listen_btn]

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা’র ব্যতিক্রমী উদ্যোগ

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা’র ব্যতিক্রমী উদ্যোগ

মোছা. নিলুফা আক্তার নীলা, কুলিয়ারচর সংবাদদাতা :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির নব-নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক ও বিভিন্ন ক্যাটাগরিতে নব-নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। “ব্যবসায়ীদের মঙ্গল এবং ক্রেতাদের উন্নত সেবা প্রদান, সুষ্ট পরিবেশ রক্ষা, ভেজাল ও নিষিদ্ধ দ্রব্য ক্রয় বিক্রয়ের উর্দ্ধে থাকিয়া, ব্যবসা পরিচালনার শপথ নিয়ে বাজারের গঠনতন্ত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সকল বিধি নিষেধ ও নিয়মাবলী মানিয়া কার্য পরিচালনা করতে বাধ্য থাকিবো ” বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে দ্বাড়িয়াকান্দি – কান্দিগ্রাম বাসস্ট্যান্ড বাজারে প্রথম শ্রেণীর ঠিকাদার মো. মাহবুবুর রহমান ছোটনের অফিসে নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সদস্যদের এমন শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী। এ সময় শপথ বাক্য পাঠ করেন, নব-নির্বাচিত সভাপতি মেসার্স নিউ সততা পোল্ট্রি ফিড এন্ড চিকস্ ও মেসার্স মোহন এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী মো. আরশ মিয়া, সাধারণ সম্পাদক আবেগ অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সত্ত্বাধিকারী মো. বাবুল খন্দকার, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও কোষাধ্যক্ষ মো. নূরুল ইসলাম খান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারমিনা সাত্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও প্রথম শ্রেণীর ঠিকাদার মো. মাহবুবুর রহমান ছোটন, যুগ্ম আহবায়ক ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পীযুষ কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন, প্রথম শ্রেণীর ঠিকাদার মো. কাইকোবাদ বাবুল, নাঈম, কুলিয়ারচর ডিগ্রী কলেজের সাবেক ভিপি মো. ইকবাল হোসেন সহ বণিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসীর ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে এই প্রথম কুলিয়ারচরে সরকারী নিয়ম অনুসারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গত ২৫ নভেম্বর বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২৯ নং কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশ ও গ্রাম পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সুন্দর পরিবেশে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতি নির্বাচনে সুষ্ঠু ভাবে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে ২০৬ ভোটের মধ্যে সভাপতি পদে মেসার্স নিউ সততা পোল্ট্রি ফিড এন্ড চিকস্ ও মেসার্স মোহন এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী মো. আরশ মিয়া আনারস প্রতীকে ১০৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাবিবুল্লাহ মিষ্টু চশমা প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রাহিম উদ্দিন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৩ ভোট ও মো. মেহেদী হাসান (সোহেল) টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে আবেগ অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সত্ত্বাধিকারী মো. বাবুল খন্দকার তালা প্রতীক নিয়ে ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সিরজাহান (সিজান) হেলিকাপ্টার প্রতীকে পান ৬১ ভোট। বাকীরা এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কাজী সোয়াইব আলমগীর। সহকারী প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবীর আহম্মদ ও উপজেলা বিআরডিবি’র উচ্চমান সহকারী মো. মোশারফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com