Logo
HEL [tta_listen_btn]

নভেম্বরের প্রথম সপ্তাহের তুলনায় ডিসেম্বরে দ্বিগুন না’গঞ্জে বাড়ছে করোনার ভয়াল থাবা

নভেম্বরের প্রথম সপ্তাহের তুলনায় ডিসেম্বরে দ্বিগুন না’গঞ্জে বাড়ছে করোনার ভয়াল থাবা

নিজস্ব সংবাদদাতা:
গত মাসের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৬ জন। এ মাসের প্রথম সপ্তাহে করোনায় সেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৩ জনে। প্রশাসনের পক্ষ থেকে বলা বলছেন, শীতে করোনার দ্বিতীয় ঢেউ আসছে। সেই প্রমান মিলছে গত কয়েক সপ্তাহের করোনা আক্রান্তের পরিসংখ্যানেও। জেলা সিভিল সার্জনের পরিসংখ্যানে দেখা যায়, গত মাসের প্রথম সপ্তাহে করোনা আক্রান্তের যে সংখ্যা ছিল, চলতি মাসের প্রথম সপ্তাহে সেই সংখ্যা দাড়িয়েছে দ্বিগুনে। নভেম্বরের প্রথম শুক্রবার করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৭২২৯ জন, দ্বিতীয় শুক্রবার ১২৬ জন বেড়ে দাঁড়িয়েছে ৭৩৫৫ জন, তৃতীয় শুক্রবার ১৯২ জন বেড়ে ৭৫৪৭ জনে দাঁড়ায়, চতুর্থ শুক্রবার ২০৩ জন বেড়ে ৭৭৫০ জনে দাঁড়িয়েছে আর সর্বশেষ ৪ ডিসেম্বর সেই আক্রান্তের সংখ্যা ২২৩ জন বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭৩ জনে। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, ‘নো মাস্ক, নো এন্ট্রি’ এই বিষয়ে যদি জনসাধারণে সচেতনতা বাড়ানো যায় তাহলে করোনার দ্বিতীয় সংক্রমন প্রতিরোধে কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। শহরে ঢুকতেই বড় বড় বিলবোর্ড ও এলইডি মনিটর চোখে পড়ে সেখানে এ বিষয়ে প্রচারণা চালাতে হবে। যাতে করে বিষয়টি মানুষের সামনে দৃশ্যমান হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com