মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া সংবাদদাতা :
নড়াইলের নড়াগাতীতে নবম শ্রেণির ছাত্রীকে (১৫) সৌদী প্রবাসীর সঙ্গে বিয়ের আয়োজন পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। সে লোহাগড়া উপজেলার একটি গ্রামের জাহাঙ্গীর ওরফে উজ্জল শেখ এর মেয়ে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ৪ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। স্থনীয় সুত্রে জানা যায়, জাহাঙ্গীর ওরফে উজ্জল শেখ খাশিয়াল ইউনিয়নের একটি গ্রামে ভাড়া বাসায় থাকেন। সেখানেই বিবাহের আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নড়াগাতী থানার এএসআই আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল বিয়ে বাড়ীতে হাজির হয়ে মেয়ের দাদা লিয়াকত শেখকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলামের আদালতে সোপর্দ করেন। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এ সময় বাল্যবিবাহ আয়োজনের দায়ে কনের দাদাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, বাল্যবিবাহমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কাম্য।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।