বিশেষ সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এলাকাবাসীর হামলার শিকার হয়েছেন তিতাস গ্যাসের পাঁচ কর্মকতা-কর্মচারি। এরা হলেন- বাহার, লিয়াতক আলী, জহির, খৈয়াম ও সরোয়ার। এ সময় এলাকাবাসী অভিযানের বাঁধা সৃষ্টি করেন। এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামালা চালায়। বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযানের লোকজনের ওপর দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০৫ রাউন্ড ফাঁকা গুলিছোঁড়ে এবং বেশ কিছু টিয়ারসেল নিক্ষেপ করে। প্রায় ৫০০ফুট সঞ্চালন লাইন জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ১০জনকে আটক করেছে। তাৎক্ষণিক যাদের পরিচয় জানা গেছে এরা হলেন- ঝাউপাগড়া উত্তরপাড়া এলাকার আফজালের ছেলে মাহফুজ (১৫), জংশর আলী সাইফুল (৪০), সাইফুল পিতা অজ্ঞাত, মৃত জংসুর ছেলে শাবল (৪০), সাবলের ছেলে আকাশ (১৬) দক্ষিণপাড়া এলাকার আবুতালিবের ছেলে ইয়াসিন (১৫) ও শাজাহান রাঙ্গার ছেলে আরিফ (১৬)। আড়াইহাজার পৌরসভাধীন ঝাউগড়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেন, আড়াইহাজার থানার ওসি তদন্ত শওকত, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোং লিঃ-এর বরাব শাখার ইঞ্জিনিয়ার ডিপুটি ম্যানেজার রিফাত আবদুল্লাহ, কর্মকর্তা বাহার হোসেন, লিয়াকত, খৈয়ম, জহির ও সরোয়ার হোসেন প্রমুখ। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোং লিঃ-এর বরাব শাখার ডিপুটি ম্যানেজারের দায়িত্ব থাকা মেজবাউল বলেন, একই এলাকায় চলতি বছরের ১০ নভেম্বর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে একই সংযোগ আবারও নিয়ে কিছু অসাধু লোকজন ব্যবহার করছিল। এমন তথ্যের ভিত্তিতে পুনরায় অভিযান চালানো হয়। সংযোগ বিচ্ছিন্ন করার এক পর্যায়ে এলাকার লোকজন স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েক কিছু কর্মকর্তা-কর্মচারি আহত হয়েছেন। তিনি আরও বলেন, হামলাকারীরা বিপুল সংখ্যক ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের বহনকৃত গাড়ীর কিছু অংশ ভাংচুরও করে। স্থানীয় এক যুবক নাম না প্রকাশের শর্তে বলেন, ‘আমাদের বাড়িতে গ্যাসের সংযোগ নেয়ার সময় ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতাকে পাঁচশত টাকা দিতে হয়েছে।’ তার মতো এমন অনেকেই পাঁচশ’ টাকা থেকে শুরু করে এক হাজার টাকাও দিয়েছেন বলে জানায় এলাকাবাসী। তবে অভিযানের নেতৃত্বে থাকা আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি পরে প্রেস বিজ্ঞপ্তি দেবেন বলে আশ্বাস দিয়ে চলে যান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।