Logo
HEL [tta_listen_btn]

বাড়ীতেসিসিক্যামেরা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহেতাগিদ দিলেন:অতিরিক্ত পুলিশসুপার

বাড়ীতে সিসিক্যামেরা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে তাগিদ দিলেন:অতিরিক্ত পুলিশসুপার

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশসুপার (ক’ সার্কেল) মেহেদীইমরানসিদ্দিকীবলেছেন, সবাইকেনিয়েইসমাজ। তাইসমাজটাঠিকরাখার দায়িত্বটাওসবার। সমাজেযদি কেউ অপরাধকরে সেটানির্মূলের দায়িত্ব যেমনআপনার, ঠিক তেমনি সে বিষয়েআমাদের তথ্য দিন। পুলিশকেজানান যে, আমারবাড়ীরপাশে সে অপরাধমূলককাজকরছে। এ সমাজটাঠিকরাখতেহলেকিছুভালোকাজকরতেহবেমঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালেফতুল্লা থানধীনপশ্চিম দেওভোগলিচুভাগএলাকায়‘কাশিপুর ৯নং ওয়ার্ড বিটপুলিশিংকার্যালয়’উদ্বোধনঅনুষ্ঠানেপ্রধানঅতিথির বক্তব্যে তিনিএসবকথাবলেন। কাশিপুর ৯নং ওয়ার্ড লিচুবাগপঞ্চায়েতকমিটিরযুগ্ম সাধারনসম্পাদকআলআমিনমির্জা এ অনুষ্ঠানেরআয়োজনকরেন।তিনিআরওবলেন, আগেবড়রা ছোটদেরআদবকায়দাশিখাতো, বড়রা ছোটদেরশাষনকরতো। এখন সে জিনিসটাঅনুপস্থিত। এখনআমরাপাশেরবাড়ীকিছু সে খবরটারাখিনা। এটাআপনাকেরাখতেহবে। আপনারাযারাবাড়ীওয়ালাআছেন, কাকেবাড়ীভাড়া দিচ্ছেনতারবিষয়ে তথ্যটাআপনিসংগ্রহকরেরাখবেন। যাকেবাড়ীভাড়া দিচ্ছেনতারগ্রামেরবাড়ী কই, তারন্যাশনালআইডিকার্ড, তার মোবাইলনাম্বার, তারবাচ্চা-কাচ্চাভাইবোনকয়জনআপনারাকি এগুলোসংগ্রহকরেন? কেউ করেন, কেউ করেননা। কিন্তু এ তথ্যগুলোআপনারসংগ্রহকরাউচিৎ। কেননা, আপনারভাড়াটিয়াকিমাদকব্যবসাকরে, ছিনতাইকরেনাকিচাঁদাবাজীকরে, তাতোআপনিজানেননা। তাইবলছি, এ কাজআপনারবাআপনাদেরযথেষ্ট গুরুত্ব করতেহবে।বাড়ীতেসিসিক্যামেরালাগানোরতাগিদ দিয়েতিনিবলেন, সবারবাসায়সিসিক্যামেরালাগানো দরকার। কেননা, সিসিক্যামেরালাগানো কোন চোরআপনারবাসায়ঢুকবেনা, কোন নেশাখোরআপনারবাড়ীরসামনে থাকবেনা। আপনারা ৫ কোটিটাকাদিয়েবাড়ীবানাতেপারেনকিন্তু মাত্র ৫ হাজারটাকাদিয়েসিসিক্যামেরালাগাতেপারবেননা, এই সচেতনাটুকুআপনাদেরমধ্যে নাই।তিনিআরওবলেন, এটাহচ্ছেডিসেম্বরমাস, বিজয়েরমাস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দীর্ঘ নয়মাসত্রিশলক্ষশহীদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষমা বোনের সম্ভ্রমেরবিনিময়েআমরা দেশটা স্বাধীনহয়েছে। যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেনতারাতো কেউ এ ভেবে মুক্তিযুদ্ধে যায়নি যে দেশটা স্বাধীনহবে। তবুওতারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেনএবং রক্ত দিয়েছিলেন। আরআমরামাত্রকয়েকজনমাদকব্যবসায়ীদেরবিরুদ্ধে দাঁড়াতেপারবোনা, এটাতোহয়না। দায়িত্ব নিতেহবে। আপনিনিজে দায়িত্ব নেন, আপনারযদি ক্ষতি হয় সে দায়িত্ব আমার। আপনিমাদকব্যবসায়ীদেরবিরুদ্ধে রুখে দাঁড়ান, আপনিকিশোরগ্যাংয়েরবিরুদ্ধে রুখে দাঁড়ান, ভূমিদস্যুদেরবিরুদ্ধে রুখে দাঁড়ানআরআপনাদের দায়িত্ব আমার।এর আগেফিতা কেটে ‘কাশিপুর ৯নং ওয়ার্ড বিটপুলিশিংকার্যালয়’উদ্বোধনকরেনঅতিথিবৃন্দরা।অনুষ্ঠানেবিশেষঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন, ফতুল্লামডেল থানারভারপ্রাপ্তকর্মকর্তাআসলাম হোসেন, নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলরআব্দুলকরিমবাবু। এছাড়াওউপস্থিত ছিলেন, ফতুল্লা থানাওসি (তদন্ত) এসএমসফিকুলইসলামসফিক, কাশিপুরইউপি ১, ৭ ও ৯নং ওয়ার্ডেরবিটপুলিশিংকর্মকর্তাএসআইহুমায়ূন, এসআইআব্দুলবারেকপ্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com