নিজস্ব সংবাদদাতা:
শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে নারায়ণগঞ্জে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সভা ও মশাল মিছিল করেছে বঙ্গবন্ধু পাঠাগার। সোমবার (৭ই ডিসেম্বর)নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদের সভা ও মশাল মিছিল করে বঙ্গবন্ধু পাঠাগার। দুপুর থেকে সন্ধ্যায় পর্যন্ত প্রতিবাদ সভা শেষে, চাষাঢ়া থেকে নগরীর ২নং রেলগেইট অবদি মশাল মিছিল করে সংগঠনটি। প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু পাঠাগারের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদলের(ভিপি বাদল) ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হোসেন নিপুসহ জেলা, মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা। প্রধান অতিথির বক্তব্যে আবু হাসনাত শহীদ মোঃ বাদল বলেন, যে মানুষকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসে। নারায়ণগঞ্জের মাটি কারো একক নয়। নারায়ণগঞ্জের মাটিতে খান সাহেব, শামসুজ্জোহাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দরা অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেছেন। এই নারায়ণগঞ্জের মাটির মায়ের সন্তানেরা আপোষ করতে পারে না। সবার উপর মানুষ সত্য তাহার উপর কিছু নাই। আমি বলতে চাই, খেলা খেলতে চান? যুদ্ধ করতে চান? আলোতে নামেন। লোকে বলে শহীদ মিনার, বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয় কথা বলে না। আমরা বলি নারায়ণগঞ্জ কথা বলে। আমরা বলি, মৌলবাদি-উগ্র ওরা ধ্বংস, নিপাত যাক। শান্তির জন্য ন্যায়ের জন্য ওদের আইনের আওতায় এনে, ফাঁসির দাবি করছি। শান্তির ধর্ম ইসলামের জন্য শহীদ হতে আমি প্রস্তুত, হেলাল প্রস্তুত, নিজাম প্রস্তুত, সাজনু প্রস্তুত, আমরা সকলেই প্রস্তুত। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম বলেন, আজ যখন প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনা দেশকে অর্থনীতির মুক্তির দিকে এগিয়ে নিচ্ছেন ঠিক তখনই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আলেম সম্প্রদায়ের সাথে বসে আলোচনা করেছি, কোন কোন আয়াতে ভাস্কর্য নিষিদ্ধ? তারা কোন সুস্পষ্ট ব্যাখা দিতে পারে নি। আমি আমার নেতাকর্মীদের কাছে বলতে চাই, আমরা আর প্রতিবাদ করতে রাজি নই, নির্দেশনা চাই। যারা আজ ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনীতিকে ভিন্নখাতে নিচ্ছে, যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে মাঠে, ময়দানে মোকাবেলার সময় এসেছে। নারায়ণগঞ্জের সিংহ পুরুষ শামীম ওসমান ঘোষণা দেয়ার সাথে সাথে এক মিনিটও ষড়যন্ত্রকারীরা থাকতে পারবে না। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, নারায়ণগঞ্জের আওয়ামী লীগ বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ৬৬, ৬৯, ৭১ এর ইতিহাস। সারা বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে নারায়ণগঞ্জ। ভাস্কর্য নিয়ে খেলবেন না। লাঠিতে ভাঙ্গে লাঠি, লোহায় কাটে লোহা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সারা বাংলাদেশে কি হবে জানি না, নারায়ণগঞ্জ থেকে ভাস্কর্য বিরোধী, রাজাকার বিরোধী আন্দোলন সৃষ্টি করবো। শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু বলেন, আজকে মৌলবাদীরা এসিড টেস্ট করে স্বাধীনতার পক্ষের শক্তিদের দেখতে চায়। তাদের বিরুদ্ধে আজ দুর্গ গড়ে না তুললে তারা ২১শে ফেব্রæয়ারিতে শহীদ মিনার ভেঙ্গে ফেলার কথা বলবে। তারা স্মৃতিসৌধ ভেঙ্গে ফেলার কথা বলবে। যারা ভাস্কর্যে হামলা করেছে সেই ধর্ম ব্যবসায়ীদের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে, বঙ্গবন্ধুর ভাস্কর্য মানেই বাংলাদেশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।