নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল বলেছেন, ভাস্কর্য হালাল কি হারাম সেটা ভেবে দেখার ব্যাপার আছে। এখনো এটা প্রমাণিত নয়, যে হালাল না হারাম। কিন্তু এটা প্রমাণিত যারা ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করছেন, তারা যে টাকা খাইয়া আন্দোলন করছেন, তারা যে স্বাধীণতা বিরোধী, তারা যে এ রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাচ্ছেন এটা প্রমাণিত। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও বিক্ষুব্ধ প্রতিবাদ মিছিলে তিনি এ কথা বলেন। সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু পাঠাগারের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষুব্ধ প্রতিবাদ মিছিল কর্মসূচী পালিত হয়। নাজমুল আলম সজল বলেন, পৃথিবীর এমন কোনো মুসলিম রাষ্ট্র নাই যেখানে ভাস্কর্য নাই। আর এ ভাস্কর্য যদি হারাম করতে হয় তাহলে আমি যেটা বুঝি, সারা পৃথিবীর সকল আলেমগন সবাই যখন একটি প্লাটফর্মে এসে ব্যাখ্যা দিবেন তখন অন্তত আমি মেনে নিবো। যতদিন পর্যন্ত ব্যাখ্যা না আসবে, ততদিন পর্যন্ত এ জামাত শিবিরের বিরুদ্ধে, এ ধর্মকে ব্যবহার করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, বিদেশের টাকা দিয়ে এ দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এ আন্দোলন চলমান থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুবলীগ নেতা এহসানুল হক নিপু, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।