ভ্রম্যমান সংবাদদাতা :
আড়াইহাজারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা ও সমিতির অনুদানের চেক প্রদান অনুষ্ঠান গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভুমি মো: উজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নাহিদা নাছরিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল ইসলাম বিপ্লব, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগীয় প্রধান, সাংবাদিক ও সমিতির নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা সভার আগে একটি মানব বন্ধন উপজেলা প্রশাসনের সামনে অনুষ্ঠিত হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।