নিজস্ব সংবাদদাতা:
আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু বলেছেন, আজকে স্বাধীনতার ৫০ বছর পরে আবার মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে। আমাদের অর্জিত স্বাধীনতা, আমাদের সংবিধানের স্বীকৃত বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে নাই, তারা বাংলাদেশের মানচিত্রে আঘাত করেছে, বাংলাদেশর সংবিধানে আঘাত করেছে।মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের (একাংশ) প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের দুর্বার প্রতিরোধ এগিয়ে যাবে। আজকে এই সভা থেকে আমরা বলতে চাই, অবিলম্বে তাদের দ্রæত ট্রাইবুনালের মাধ্যমে বিচার করতে হবে। পাশাপাশি এর সাথে জড়িত ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আরজু রহমান ভূইয়া, আদিনাথ বসু, এড. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক (অব্যহতিপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, তথ্য ও গবেষণা সম্পাদক খালিদ হাসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।