Logo
HEL [tta_listen_btn]

মাদক, কিশোর গ্যাং, জুয়া, সন্ত্রাসী কর্মকান্ড ও অপরাধ দমনে রূপগঞ্জে থানায় ওপেন হাউজ ডে

মাদক, কিশোর গ্যাং, জুয়া, সন্ত্রাসী কর্মকান্ড ও অপরাধ দমনে রূপগঞ্জে থানায় ওপেন হাউজ ডে

রূপগঞ্জ সংবাদদাতা:
“জনতাই পুলিশ পুলিশই জনতা” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে রূপগঞ্জ থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন, সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মাহিন ফরাজি, রূপগঞ্জ থানার ওসি অপারেশন আল মামুন, ওসি তদন্ত এইচ এম জসিম উদ্দিন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান ও ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান প্রমূখ। এসময় বক্তব্য দেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, তারাব পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, ইমন হাসান খোকন ও লাকী আক্তার প্রমুখ। এসময় বক্তারা মাদক, কিশোর গ্যাং, জুয়া, সন্ত্রাসী কর্মকান্ডসহ অপরাধ দমন করার অঙ্গীকার করেন এবং বর্তমান আইন শৃংখলা বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com