Logo
HEL [tta_listen_btn]

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক পদ নিয়ে চলছে তদবীর আবুল জাহেরের শূন্যস্থান পূরণ করবে কে?

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক পদ নিয়ে চলছে তদবীর আবুল জাহেরের শূন্যস্থান পূরণ করবে কে?

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঘরে ঘরে যোগাযোগ ছিল তাঁর। ছিল সকল দলের কাছেই আস্থার পাত্র। কর্মীদের কাছেও তিনি ছিলেন আদর্শ। সেই আবু জাহেরের মৃত্যুর ৫ মাস চলছে। এখনও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টিতে তাঁর সেই শূণ্যস্থান পূরণ হচ্ছে না। জানা গেছে, যুবক বয়স থেকেই আবু জাহের জাতীয় পার্টির রাজনীতিতে ছিলেন। ‘৯০ এর দশকে হয়েছেন বন্দর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। দীর্ঘ দেড় যুগ ইউপি চেয়ারম্যানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজনীতিতেও করেছেন বাজিমাৎ। প্রয়াত এমপি নাসিম ওসমানের হাত ধরে রাজনীতিতে আসা এবং দীর্ঘদিন এই প্রয়াত এমপির পাশে থেকে কাজ করেছেন। নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালের ২৯ জুলাই উপনির্বাচনে তারই ছোটভাই ব্যবসায়ী নেতা সেলিম ওসমান ৫ আসনের এমপি নির্বাচিত হন। সেইথেকে আমৃত্যু সেলিম ওসমানের পাশে থেকে বিশ^স্ততার সাথে দল এবং উন্নয়ণের জন্য কাজ করে গেছেন। সেই সাথে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি আহব্বায়কের দায়িত্বও পালন করেছেন। ছিলেন জেলা পরিষদের সদস্যও। চলতি বছরের ১৪ আগষ্ট করোনায় আক্রান্ত হয়ে মারা যান বর্ষিয়ান নেতা আবুল জাহের। মৃত্যুর পর এমপি সেলিম ওসমান সবার কাছে দোয়া চান আবু জাহেরের জন্য। বলেন, আবু জাহেরের মৃত্যুতে জাতীয় পার্টি একজন দক্ষ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদকে হারিয়েছে। আমি হারিয়েছি একজন বিশ^স্ত সহযোদ্ধাকে। জাতীয় পার্টির এক নেতা জানান, বন্দর উপজেলায় ঘরে ঘরে যোগাযোগ ছিল এই নেতার। ওই এলাকার মানুষের অভিভাবকদের একজন ছিলেন। অভিভাবক ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টিরও। আবুল জাহেরে শূণ্য স্থান সহজে পূরণ হবার নয়। যার প্রমান মিলেছে মৃত্যুর ৫ মাস পরও জেলা জাতীয় পার্টির আহ্বায়কের পদ পূরণ হয়নি। তবে সময় ও নদীর ¯্রােত যেমন কারো জন্য অপেক্ষা করেনা, তেমনি রাজনৈতিক শুণ্যপদও শুণ্য থাকবেনা। কাউকে না কাউকে এই দায়িত্ব নিতে হবে। তবে কে সেই ব্যক্তি তা এখনো নির্ধারণ করতে পারেনি জাতীয় পার্টি বা জাতীয় পার্টির কর্ণধার এমপি সেলিম ওসমান। দলের অপর একটি সূত্র জানায়, সেলিম ওসমানকে পাশ কাটিয়ে জেলা জাতীয় পার্টির কর্ণধার হতে কেন্দ্রে চেষ্টা তদবীর চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জে জাতীয় পার্টির আরেক আলোচিত নেতা জয়নাল আবেদীন ওরফে আল জয়নাল। ইতিমধ্যে তিনি তার চাষাঢ়াস্থ মার্কেটে ঘটা করে জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন করেছেন। উল্লেখ্য, গত ১৪ আগস্ট দিবাগত রাত ২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জেলা পরিষদের নির্বাচিত সদস্য আবু জাহের। ১৫ আগস্ট দুপুর ২টায় আবু জাহেরের জানাজা নাসিম ওসমান মডেল হাই স্কুল মাঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com