Logo
HEL [tta_listen_btn]

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার  প্রতিবাদে সৈনিকলীগের বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার  প্রতিবাদে সৈনিকলীগের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা:
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ। বুধবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর ২নং রেলগেইটে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ মিছিল শেষ হয়। জেলা সৈনিকলীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সৈনিকলীগের সাধারণ সম্পাদক পরশ চৌধুরী, সহসভাপতি সালাম খন্দকার সেলিম, মহানগর সৈনিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শোয়েব আহমেদ অভি, রূপগঞ্জ সৈনিকলীগের সভাপতি এবং মহানগর সৈনিকলীগের সহ সভাপতি অ্যাড. স্বপন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আকাশ, ফতুল্লা সৈনিকলীগের সভাপতি ইব্রাহিম ও বন্দর থানার সাধারণ সম্পাদক নাদিম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যার নেতৃত্বে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই জাতীর জনক শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙ্গায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনেছে তারা পাকিস্তানের গুপ্তচর। তারা চাচ্ছে আমাদের দেশকে আফগানিস্তানে পরিণত করতে। কিন্তু আমরা সৈনিকলীগের মুজিব সেনারা তা কখনো হতে দিবো না। তারা আমাদের দেশের শত্রু। আমরা বঙ্গবন্ধু ও আমাদের নেত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে রাজনীতি করি। তাই কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য আঘাত হানা মানে সারাদেশে আঘাত হানা। আমরা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সৈনিকলীগ থেকে কঠোর নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com