নিজস্ব সংবাদদাতা :
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন প্রথম আলোর নারায়ণগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী শিমুল। শুক্রবার (১১ ডিসেম্বর) নমুনা পরীক্ষার ফলাফলে কোভিড-১৯ পজেটিভ আসে তার। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবস্থিত সাজেদা হাসপাতালে আইসোলেশনে আছেন। সাংবাদিক গোলাম রাব্বানী শিমুলের সাথে কথা হলে তিনি জানান, গত ১ ডিসেম্বর থেকে জ্বর, শরীর ব্যাথা পর্যায়ক্রমে বমি, পেট ব্যাথা, বুক ব্যাথা, কাশিতে ভুগছিলেন তিনি। একই সাথে ছিল রুচিহীনতা। ৮ ডিসেম্বর করোনায় আক্রান্ত তার পিতাকে সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়। একই সাথে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন সাংবাদিক শিমুলও। শুক্রবার নমুনা পরীক্ষার ফলাফলে তারও কোভিড-১৯ পজেটিভ আসে। বর্তমানে সামান্য জ্বর, কাশি, দুর্বলতা ছাড়া তেমন কোনো সমস্যা নাই বলে জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।