Logo

নাটোরে সাংবাদিকদের পিআইবির আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

নাটোরে সাংবাদিকদের পিআইবির আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :

নাটোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আয়োজনে ৩ দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ নভেম্বর দুপুরে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মোঃ শাহ রিয়াজ পিএএ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ। দুটি ভেন্যুতে ৩৫জন করে মোট ৭০ জন সাংবাদিক অনুসন্ধানমূলক রিপোর্টিং এবং বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সাংবাদিকদের মধ্যে থেকে প্রেসক্লাবের সাবেক সভাপতি রণেন রায় এবং রেজাউল করিম রেজা বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির হাত থেকে লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এএসএম মোকারেবুর রহমান নাসিম, সভাপতি আবু রায়হান, সহ সভাপতি প্রভাষক সাহীন ইসলাম, সালাউদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন, অর্থ সম্পাদক ফজলুর রহমান, শিমুল হোসেন, সজীব হোসেন রিদয় সহ ৭০ জন সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com