বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা :
নওগাঁর বদলগাছীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারিগণ। ১২ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় “জাতির পিতার সম্মান রাখবো মোরা অ¤øান” প্রতিপাদ্যে উপজেলা পরিষদের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমন জিহাদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কানিস ফারহানা, সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা এ বি এম শহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারিরগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ‘যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনেছে, যারা বিভিন্ন হুমকি দিচ্ছে তারা সবাই একাত্তরের ঘৃণ্য পরাজিত শক্তি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।