এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :
নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সাংসদ মোঃ মজিবুর রহমান সেন্টু কে আহবায়ক, সাবেক এমপি আবুল কাশেম সরকারকে ১নং, আশরাফুল আলম খান ডাবলুকে ২নং যুগ্ম আহ্বায়ক ও এড. সোহেল রানা কে সদস্য সচিব করে জেলা জাতীয় পার্টির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সংবাদ সম্মেলনের মাধ্যেমে ঘোষনা দেন মোঃ মজিবুর রহমান সেন্টু। শনিবার ১২ নভেম্বর দুপুরে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যলয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আহবায়ক কমিটির ঘোষনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সাংসদ মোঃ মজিবুর রহমান সেন্টু, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সোহেল রানা, যুগ্ম আহবায়ক আবুল কাসেম সরকার, রাকিব উদ্দিন কমল,আব্দুস সাত্তার মিঠু, সাইদুর রহমান সাইদার, আবদার রহমান, জেলা মহিলা পাটির সভাপতি রুবিয়া বেগম, সামসুল হক ভূঁইয়াসহ প্রমুখ। উল্লেখ্য, গত ১৬/১১/২০১৯ ইং তারিখে নাটোর সিসিলি চাইনিজ রেষ্টুরেন্টে মোঃ মজিবুর রহমান সেন্টুর সভাপতিত্বে নাটোর জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক এ্যাড. শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব আব্দুর রশিদ সরকারসহ সকল সদস্য। উক্ত প্রতিনিধি সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে নাটোর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মৃধার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন। উক্ত প্রতিনিধি সভায় সাবেক এমপি আবুল কাশেম সরকার ও এ্যাড. সোহেল রানাকে সাধারণ সম্পাদক করার প্রস্তাব করেন হাউজের সবাই। অত:পর হাউজের সবার সর্বসম্মতিক্রমে ও কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মোঃ মজিবুর রহমান সেন্টুকে আহবায়ক ও এ্যাড. সোহেল রানাকে সদস্য সচিব নির্বাচিত করে আহবায়ক কমিটি কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের সিদ্ধান্ত প্রদান করা হয়। কিন্তু রহস্য জনক কারনে উক্ত সিদ্ধান্তকে বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। গত ১৬/১১/২০১৯ ইং তারিখে জেলা প্রতিনিধি সভার সিদ্ধান্ত ও নাটোর জেলা জাতীয় পার্টির সিদ্ধান্ত মোতাবেক চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করতে চাই আগামী এক মাসের মধ্যে উক্ত হাউজের সিদ্ধান্ত ও নাটোর জেলা জাতীয় পার্টির সিদ্ধান্ত মোতাবেক গঠিত ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন পূর্বক সম্মেলন এর তারিখ নির্ধারণ করার জন্য অনুরোধ জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।