Logo

নারায়ণগঞ্জের সোনারগাঁও ১৯৭১ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁও ১৯৭১ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 

সোলায়মান হাসান :

১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমন থেকে ১৩ ই ডিসেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মুক্ত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে রোববার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক আতিকুল ইসলাম। বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব মাহফুজুর রহমান প্রমূখ। প্রসঙ্গত: ১৯৭১ সালের ১৩ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী সোনারগাঁয়ের মুক্তিবাহিনীর আক্রমনের মুখে সাবেক বৈদ্যেরবাজার থানা বর্তমানে সোনারগাঁ থানা ছেড়ে চলে যেতে বাধ্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com